ক্রঃ নং আলোচ্য সূচী আলোচনা সিদ্ধান্ত দায়িত্ব
১ স্বাস্থ্য বিভাগ সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব নব যোগ কান্তি ঘোষ উ্পস্থিত সকলকে অবহিত করেন যে অত্র ইউনিয়নের ৩টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এ যাবৎ ২১৯৫৩ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে । জানু/১২হতে ডিসে/১২ পযর্ন্ত লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ৯৯% মাঠপর্যায়ে ইপি আই কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম চলমান ।
টিকাদান কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বহুল প্রচারের সিদ্ধান্ত গৃইত হয় ।
সংশ্লিষ্ট মাঠকর্মি ও ওয়ার্ড সদস্য
২ কৃষি বিষয়ক অত্র ইউনিয়নের ৫জন উপসহকারী কৃষি কর্মকর্তা কর্মে নিয়োজিত আছেন । ইউপি সদস্য মনাল হক সাহেব প্রস্তাব করেনযে চলতি শীতে প্রধান অর্থ কারী ফসল পান পচে যাচ্ছে জরুরী ভিত্বিতে তাহা রোধ করতে নাপারলে ব্যাপক ক্ষতি হবে বিদায় ব্যবস্থা গ্রহন প্রয়োজন ।
কৃষি বিষেশজ্ঞদের সহিত আলোচনা করে জরুরী ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহিত হয় ।
উপসহকারী কৃষি কর্মকর্তা
৩ এন জি ও অত্র ইউনিয়নে কর্মরত এনজিও কর্মকর্তা জনাব আমিনুল ইসলামসাহেব জানান যে,৫২,৯০০/-টাকা ব্যায়ে তারাপুর সেনেরচর রাস্তাটি পাকা করা হয়েছে । এবং ৫০টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে ।আগামী ০১/০২/২০১৩ইং হতে অত্র প্রোগ্রামের আওতায় কাউনিয়া গ্রামটি অর্ন্তভূক্ত করা হবে ।
বেনিফিসারী নির্বাচন কাজে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সার্বিক সহযোগীতা করবেন । সৌহার্দ্য ও ইউপি সদস্য
৪ হাট/বাজার উন্নয়ন । চলতি সনে হাট/বাজার উন্নয়ন করার জন্য ইজারা মূল্যের ১৫% অর্থ হতে প্রকল্প গঠন করা যাইতে পারে বলে চেয়ারম্যান সাহেব সকলকে অবহিত করেন ।
আলোচলান্তে (১)মশিউর নগর বাজারের সেডঘরের চালা নির্মান (২) অষ্টধার বাজারের মতস্য হাটা সেড ঘর পূর্ন নির্মান প্রকল্প সর্ব সম্মতিতে গৃহিত হয় ।
ইউপি চেয়ারম্যান সাহেব ।
হাট/বাজার উন্নয়ন । ইউপি সদস্য জনাব আব্দুল হালিম সাহেব উপস্থিত সকলকে অবহিত করেন যে, অষ্টধার বাজারে রাতারাতি অবৈধভাবে বিভিন্নঅলিগলিতে দোকান পাট স্থাপন হচ্ছে যাহার ফলে ক্রেতাগনের চলাচলের বিগ্নঘটায় দিনদিন বাজারের অবনতি হচ্ছে এমতাবস্থা চলতে থাকলে আগামীতে বাজার ইজারা দেওয়া সম্ভব হবে না ফলে পরিষদের নিজস্ব আয় বহুলাংশে কমে যাবে ।
চেয়ারম্যান সাহেবকে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS