Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ভাবখালী ইউনিয়ন

পুর্বে ব্রহ্মপুত্র নদ পশ্চিমে সুতিয়া নদির পাড় ঘেসে অবস্থিত ভাবখালী ইউনিয়ন । সবুজ শ্যামল গাছ গাছালি,পাখীর কলতানে মুখরিত র্কমব্যাস্ত মানুষের অবিরাম ছুটে চলা যেন মনছুয়ে যায় । দু’ পাড়ের মানুষের গভীর মমতায় গড়ে উঠা ছবির মত একটি গ্রাম যার নাম ভাবখালী ।  ময়মনসিংহ জেলার দক্ষিণ সদর- উপজেলায়, ঐতিহ্য-বাহী ভাবখালী ইউনিয়নটির অবস্থান। এখানে জন্মেছেন অনেক জ্ঞানী, গুনী, সুধীজন। খেলা-ধূলা, শিক্ষা, ধর্মীয় অনুষ্টান, সংস্কৃতি অঙ্গনেও মুখরিত এই গ্রাম। স্থল পথ ও নদী পথ দুই পথেই চলে আসাযায় এই ইউনিয়নে । সড়ক পথে আসতে হলে ময়মনসিংহ বিভাগের জিরো পয়েন্ট হইতে ১০ কিলোমিটার  দক্ষিণ পূর্ব দিকে চুরখাই পাঁচ রাস্তার মোড় হইয়া ভাবখালী ইউনিয়ন পরিষদে আসতে হয় । নদী পথে আসতে হলে ময়মনসিংহ সদর হইতে ভাবখালী বাজার নদির ঘাট হইয়া ভাবখালী ইউনিয়ন পরিষদে আসতে হয় । 

১)নাম - ১২ নং ভাবখালী ইউনিয়ন পরিষদ।

২)আয়তন - ১২ বর্গ মাইল

৩)লোকসংখ্যা - ৫০৮৯০  জন   (প্রায়)   (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)

৪)গ্রামের সংখ্যা - ১১ টি।

৫)মৌজার সংখ্যা - ০৫ টি।

৬)হাট/ বাজার সংখ্যা - ০৫ টি।

৭)উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম - সিএনজি/ অটো টেম্পু/ রিক্রা্।

৮)শিক্ষার হার - ৪২.২৫% (পুরুষু ৪৪.৬৬ ও মহিলা - ৩৯.৮৩)    এর শিক্ষা জরিপ অনুযায়ী।

৯)শিক্ষা প্রতিষ্ঠান সমূহঃ-

 

ক্রমিক নং

নাম

সংখা


সরকারী প্রাথমিক বিদ্যালয়

১০ টি

বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়

০৩ টি

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়

০১ টি

মাধ্যমিক বিদ্যালয়

০২ টি

মাদ্রাসা

০৩ টি

ফাজিল মাদ্রাসা

০১ টি

ইবতেদায়ী মাদ্রাসা

০৫ টি

অন্যান্য

২০ টি