উপস্থিত সদস্য/সদস্যাগনের নাম পদবী স্বাক্ষর / অস্পষ্ট
১। মোঃ আব্দুছ ছাত্তার সোহেল চেয়ারম্যান ,,
২।মোছা: রুনা বেগম আদরী সদস্যা ,,
৩।,, আমেনা বেগম ,, ,,
৪। ,,লিপি বেগম ,, ,,
৫। মো: মিঠুআজাদ সদস্য ,,
৬। আহাম্মদ ,, ,,
৭।মো: মজির হোসেন ,, ,,
৮।,, আজিজুল হক ,, ,,
৯।,,গফুর ব্যপাড়ী ,, ,,
১০।,,বাছের উদ্দিন ,, ,,
১১।,,নজরুল ইসলাম ,, ,,
১২।,, ,, ,,
১৩।,, আব্দুর রশিদ ,, ,,
১৪। বিকাশ রায় ইউপি সচিব ,,
আলোচ্য বিষয়:-
১। গত সভার মন্তব্য সমুহ পঠনান্তে ও অনুমোদন ।
২। ২০২২-২০২৩ অর্থ বছরের এলজিএসপি-২ এর প্রকল্প এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসংগে
৩। বিবিধ
অদ্যকার সভায় জনাব মো: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভার কার্য় আরাম্ভ করা হইল।
সিদ্ধান্তবলী
১। গত সভার মন্তব্য সমুহ পঠনান্তে ও অনুমোদন করা হইল।
২। অদ্যকার সভায় ২নং বিষয়ে বিস্তারিত আলোচনা করিয়া অদ্যকার সভার সভাপতি জনাব মোঃ আব্দুছ ছাত্তার সোহেল সাহেব বলেন অত্র ইউনিযনের ২০২২-২০২৩ অর্থ বছরের এলজিএসপি-৩ আওতায় ৩০.১০০০/= টাকা বরাদ্ধ পাওয়া গিয়াছে। উক্ত বরাদ্ধ দ্বারা নিম্নে বর্ণিত প্রকল্প দুইটি বাস্তবায়ন করা হোক।
৩। সোনারী ব্যাংক , কর্পোরেট শাখা, ময়মনসিংহ হিসাব নং ০০ ১৩৭৩ এর পরিচালনা প্রসংগে ।
প্রকল্প দুইটি নিম্নরুপঃ
১। অত্র ইউনিয়নের বিভিন্ন রাস্তায় পানি নিষ্কাশনের জন্য ৬ ফিট লম্বা ও ১ ফিট ডায়া আর,সি,সি রিং সরবরাহ।
বরাদ্ধ ২,০০,০০০/=
২। পূর্ব পারুল নুর ইসলাম মেম্বারের (প্রাক্তন) বাড়ীর মোড় হতে পশ্চিম দিকে মরা ঘাট নদীর ভিতর দিয়ে সৈয়দের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার। বরাদ্ধ ১,০১,০০০/= টাকা।
চেয়ারম্যান সাহেবের প্রস্তাবে উপস্থিত সকল সদস্যবৃন্দ একমত পোষন করে।
অতপর ৩ নং ওয়ার্ড সদস্য জনাব, মোঃ আব্দুছ ছাত্তার সোহেল সাহেব প্রকল্প দুইটির বাস্তবায়ন কমিটি গঠনের প্রস্তাব রাখেন। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন কমিটি দুইটি নিম্নরুপঃ
প্রকল্প বাস্তবায়ন কমিটি ঃ
১। অত্র ইউনিয়নের বিভিন্ন রাস্তায় পানি নিষ্কাশনের জন্য ৬ ফিট লম্বা ও ১ ফিট ডায়া আর,সি,সি রিং সরবরাহ।
বরাদ্ধ ২,০০,০০০/=
ক্রমিক নং |
নাম ও পদবী |
বাস্তবায়ন কমিটিতে পদবী |
১ |
মোছাঃ রুনা বেগম আদরী, ইউপি সদস্য |
প্রকল্প চেয়ারম্যান |
২ |
মোঃ আজিজুল হক, ইউপি সদস্য |
প্রকল্প সেক্রেটারী |
৩ |
মোঃ মতিয়ার রহমান, গন্যমান্য |
প্রকল্প সদস্য |
৪ |
মোঃ নিজাম উদ্দিন ,শিক্ষক |
প্রকল্প সদস্য |
৫ |
মোঃ আলতাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী, এলজিইডি |
প্রকল্প সদস্য |
প্রকল্প বাস্তবায়ন কমিটি ঃ
২। পূর্ব পারুল নুর ইসলাম মেম্বারের (প্রাক্তন) বাড়ীর মোড় হতে পশ্চিম দিকে মরা ঘাঘট নদীর ভিতর দিয়ে সৈয়দের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার। বরাদ্ধ ১,০১,০০০/= টাকা।
ক্রমিক নং |
নাম ও পদবী |
বাস্তবায়ন কমিটিতে পদবী |
১ |
মোঃ আব্দুল বারী ইউপি সদস্য |
প্রকল্প চেয়ারম্যান |
২ |
মোঃ আবুল কালাম আজাদ, গন্যমান্য |
প্রকল্প সেক্রেটারী |
৩ |
মোঃ মোস্তাফিজার রহমান, গন্যমান্য |
প্রকল্প সদস্য |
৪ |
মোঃ নিজাম উদ্দিন ,শিক্ষক |
প্রকল্প সদস্য |
৫ |
মোঃ আলতাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী, এলজিইডি |
প্রকল্প সদস্য |
উপরোক্ত ২(দুই) টি প্রকল্প বাস্তবায়ন কমিটি উপস্থিত সকল সদস্যের সর্বসন্মতিক্রমে গৃহীত হইল ।
৩নং আলোচ্য সুচীর আলোকে চেয়ারম্যান সাহেব বিস্তারিত আলোচনা করিয়া সর্ব সন্মতিক্রমে নিন্মলিখিত সিধান্ত গৃহীত
হয় ।
সিদ্ধান্ত নিস্নরুপঃ
১। পুর্বের হিসাব পরিচালনাকারী মোছাঃ রুনা বেগম আদরী পরিব©র্ত আগামী এক বছরের জন্য বিধি মোতাবেক
মোছাঃ রেহেনা বেগম , সংরক্ষিত আসন মহিলা সদস্য , ১,২,৩ পরিচালনা করিবেন ।
২। পুর্বের ভারপ্রাপ্ত ইউপি সচিব মিনারা বেগম এর পরিবর্তে বর্তমান ইউপি সচিব বিকাশ রায় পরিচালনা
করিবেন । অপর হিসাব পরিচালনাকারীমোঃ আব্দুছ ছাত্তার সোহেল , চেয়ারম্যান, ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদ,
বর্তমানেও পরিচালনা করিবেন ।
আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া সভার সমাপ্তি ঘোষনা করেন ।
মোঃ আব্দুছ ছাত্তার সোহেল
সভাপতি/চেয়ারম্যান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস